IQNA

ভিডিও | হাশদ আশ-শাবির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইরাকি ক্বারীর মনোমুগ্ধকর তিলাওয়াত

তেহরান (ইকনা): ইরাকের সশস্ত্র স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সেদেশের প্রসিদ্ধ ক্বারি “ইয়াসির আল-আলাক্ব’ তার সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করেছেন।

ভিডিও | হাশদ আশ-শাবির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইরাকি ক্বারী মনোমুগ্ধকর তিলাওয়াত২৬ জুন হাশদ আশ-শাবির সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অন্যান্য সামরিক অনুষ্ঠান ছাড়াও এই বাহিনীর সদস্যরা বিশেষ কুচকাওয়াজ প্রদর্শন করেছ।

এই অনুষ্ঠানের শুরুতে ইরাকের বিশিষ্ট ক্বারি “ইয়াসির আল-আলাক্ব” সূরা তওবার কয়েকটি আয়াত তিলাওয়াত করেছেন।

তার তিলাওয়াতের এই ভিডিওটি “ইকনা”র দর্শনার্থীদের জন্য তুলে ধরা হল:  

iqna

 

captcha